রেসিপিঃ কমলার শরবত

রেসিপিঃ কমলার শরবত



উপকরণঃ

-কমলা ৪টি
-চিনি ২ টেবিল চামচ
- পানি ১০০ মিলি

প্রণালীঃ
প্রথমে কমলাগুলো ছিলে নিন।
তারপর চিনি ও পানি দিয়ে একসাথে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে ভালোভাবে ছেঁকে নিন ।
তারপর একটি গ্লাসে শরবত ঢেলে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Youtube