রেসিপিঃ আমদই শরবত উপকরণঃ -কাঁচা/পাকা আম - ৪টা -টক দই - আধ লিটার -কাঁচা মরিচ - ৮-১০টা -গোল মরিচ গুঁড়ো -১ টেবিল চামচ -ধনে পাতা - আন্দাজ মতো -বিট লবন - আন্দাজ মতো -চিনি - ইচ্ছেমতো -বরফকুঁচি প্রণালিঃ সবকিছু একসাথে করে ব্লেন্ডারে ব্লেন্ড করুন ।
No comments:
Post a Comment