রেসিপি : চীজ টোস্ট

রেসিপি : চীজ টোস্ট


ওভেন ছাড়াই মাত্র ৫ মিনিটে তৈরি করুন

উপকরণঃ

১ কাপ মুরগির মাংস সিদ্ধ
১ কাপ চীজ গ্রেট করা
১ টি বড় পেয়াজ গোল করে কাটা
১ টি ক্যাপসিকাম কিউব করে কাটা

পদ্ধতিঃ

- প্রথমে একটি বাটিতে টমেটো ও চিলি সস মিশিয়ে নিন।
- এরপর এতে চীজ বাদে সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- পাউরুটি নিয়ে প্রতিটির ওপর মিশ্রণটি দিয়ে দিন। ভালো করে চীজ ছড়িয়ে দিন।
- এবার আপনার সাধারণ টোস্টার মেশিনটিকে নিন। ছবির মতন এবার কাত করে শুইয়ে দিন, এবং ভেতরে দিয়ে দিন ব্রেডের টুকরো গুলো। আর পছন্দ মতন সময় বেক করে নিন।
-যেহেতু টোস্টারটিকে শুইয়ে রাখা হয়েছে, সেহেতু চিজ ঝরে পড়বে না বা গলে গড়িয়ে পড়বে না। ওভেন ছাড়াই চমৎকার চিজ টোস্ট তৈরি হবে কয়েক মিনিটেই!

No comments:

Post a Comment

Youtube