রেসিপি : মধু - লেবু- আদা চা
উপকরণ :
পানি ৩ কাপ
মিহি কুচি আদা ১ চা চামচ
চা-পাতা ১ চা চামচ প্রতি কাপের জন্য
লেবুর রস ১ চা চামচ
মধু ১ চা চামচ
প্রস্তুত প্রণালী :
একটি পাত্রে ৩ কাপ পানি দিয়ে গরম করুন।
ফুটে উঠার আগে আদা দিয়ে দিন।
যখন ফুটে উঠবে তখন চা-পাতা , মধু ও লেবুর রস দিয়ে দিন।
১ মিনিট চুলায় রেখে তাড়াতাড়ি ছেকে কাপে নিন।
এবার গরম গরম পরিবেশন করুন।
উপকরণ :
পানি ৩ কাপ
মিহি কুচি আদা ১ চা চামচ
চা-পাতা ১ চা চামচ প্রতি কাপের জন্য
লেবুর রস ১ চা চামচ
মধু ১ চা চামচ
প্রস্তুত প্রণালী :
একটি পাত্রে ৩ কাপ পানি দিয়ে গরম করুন।
ফুটে উঠার আগে আদা দিয়ে দিন।
যখন ফুটে উঠবে তখন চা-পাতা , মধু ও লেবুর রস দিয়ে দিন।
১ মিনিট চুলায় রেখে তাড়াতাড়ি ছেকে কাপে নিন।
এবার গরম গরম পরিবেশন করুন।
.jpg)
No comments:
Post a Comment