নুডুলস ফুচকা

উপকরণঃ

নুডুলস ১ প্যাকেট, ফুচকা ১০টি, আলু ২টি, কাঁচামরিচ কুচি ৩টি, লবণ পরিমাণমতো।
 
কার্যপ্রনালীঃ
 
নুডুলস ও আলু সিদ্ধ করে নিন। আলু সিদ্ধ পেস্ট করে নিন। নুডুলসের সাথে আলু পেস্ট, লবণ, কাঁচামিরচ কুচি দিয়ে ভালোভাবে মেখে ফুচকার ভেতরে ভরে নিন। এবং তেঁতুলের সস দিয়ে পরিবেশন করুন নুডুলস ফুচকা।

No comments:

Post a Comment

Youtube